আপনি কি জানেন কেন এই গ্রামটির নাম ইউটিউব হয়েছে ? কারণ _এই গ্রামে দুইটি ইউটিউব চ্যানেল আছে।এর মধ্যে Around Me BD চ্যানেল টি অন্যতম। এবং তার মাধ্যমে সকল গ্রামের মানুষের জীবনেরর কিছু আনন্দ ময় মুহূর্ত সারা বিশ্বের কাছে পৌঁছে দিছে।এই ইউটিউব চ্যানেল টির সাথে জরিয়ে আছে তার নিজ গ্রামের প্রায় ৪০ জন মানুষ বা ইউটিউব চ্যানেলটির ককর্মচারী।আর এই আনন্দময় মুহূর্ত গুলো কে ভিডিও এর মাধ্যমে ধারন করে প্রায় ৫ জন ক্যামেরা ম্যান।
এছাড়াও এখানে রান্না করার জন্য ১৬ জন মহিলা কর্মরত আছে তারা নিয়মিত বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করে সবার মাঝে পরিবেশন করে থাকে। এবং তাদের সম্মানি হিসেবে ৪ হাজার টাকা মাসিক সেলারি দেওয়া হয়।এদের মধ্যে অনেক টা মিল আছে। কারণ তারা একই রকমের পোশাক পরে তারা কাজ গুলো করে থাকে। এবং এই ১৬ জন মহিলা কর্মচারী তাদের পরিবারের সকল কাজকর্ম সেরে কিছু সময় ব্যয় করে Around Me BD চ্যানেলের হিসাবে কাজ করে থাকে।
প্রকৃত পক্ষে এই যে, গ্রামটির যে ২ টি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল টি থেকে যে পরিমাণ টাকা ইনকাম হয় প্রায় সবই গ্রামের মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয় ।এই ভাগ টা হচ্ছে এমন যে,গ্রামের কোনো বয়সক লোকের ঔষধের প্রয়োজন হলে ইউটিউব থেকে উপার্জনকৃত টাকা দিয়ে সেই ব্যাক্তির জন্য ঔষুধ ক্রয় করা হয়।এছাড়াও গ্রামে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে প্রায় দুই থেকে তিন দিন বিভিন্ন খাবার এক সাথে অনেক জনের